Ad Space 100*120
Ad Space 100*120

রাতের আধারে লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে চুরি


প্রকাশের সময় : ৮ মাস আগে
রাতের আধারে লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে চুরি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের উত্তর তেমুহনীতে অবস্থিত ইউনিক ভবনের লক্ষ্মীপুর পৌরসভার অস্থায়ী কার্যালয়ে চুরি ঘটনা ঘটেছে।সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গতকাল রাত ৮টার দিকে তালা ভেঙ্গে ১ জন অজ্ঞাত চোর পৌরসভার হিসেব বিভাগে প্রবেশ করে জানালার গ্রিল কাটে। পরে স্টিলের আলমারি ভাংচুর করে তবে কি চুরি করেছে কি নিয়েছে তার সঠিক কোন তথ্য এখনো দিতে পারেনি পৌর কর্তৃপক্ষ। ৮ ফ্রেবুয়ারী (বুধবার) দুপুরে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জুলফিকার হোসেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
নির্বাহী প্রকৌশলী মোঃ জুলফিকার হোসেন জানান,প্রতিদিনের ন্যায় অফিসে এসে তালা খুলতে গেলে তালাটা খোলা যাচ্ছিলো না। পরে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখি হিসাব বিভাগের সব এলোমেলো আলমারি ভাঙ্গা।
লক্ষীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোসলেহ উদ্দিন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৌরসভায় চুরির খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।