Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে পরিত্যক্ত কোল্ড ষ্টোরেজ থেকে তরুণীর মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : ৮ মাস আগে
লক্ষ্মীপুরে পরিত্যক্ত কোল্ড ষ্টোরেজ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পরিত্যক্ত কোল্ড ষ্টোরেজ থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই তরুণীর গলায় কেউ ওড়না দিয়ে পেঁচিয়ে হত্যা করে মরদেহ রেখে যায়। নিহত তরুণীর পরিচয় এখনো জানা যায়নি। তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মরদেহ পরিচয় শনাক্ত ও আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।
বুধবার বিকেলে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নে মজুচৌধুরীহাট এলাকায় পরিত্যাক্ত একটি কোল্ডষ্টোরেজ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরণে সেলোয়ার কামিজ ছিল। তরুণীর আনুমানিক বয়স ১৮ বছর হবে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দুই থেকে তিন আগে অন্য কোন স্থান থেকে তাকে এনে হত্যা করা হয়েছে।