Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে যুবলীগের শান্তি সমাবেশ ও মিছিল


প্রকাশের সময় : ৭ মাস আগে
লক্ষ্মীপুরে যুবলীগের শান্তি সমাবেশ ও মিছিল

প্রতিনিধি: বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ-পুলিশের উপর হামলার প্রতিবাদে এবং রাজপথে প্রতিরোধের অঙ্গীকার করে লক্ষ্মীপুরে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে লক্ষ্মীপুর পৌর ১২নং ওয়ার্ডের মজুপুর এলাকায় এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন  জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়া।
পরে তার নেতৃত্ব বিএনপি-জামায়াতের অপরাজনীতির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লক্ষ্মীপুর-চৌমুহনী প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সদস্য সচিব মিজানুর রহমান, যুবলীগ নেতা গোফরান বাবু, জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, দিপু মাহমুদ, কাজী ওয়াকির রহমান প্রমুখ।
বক্তারা বলেন, যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে যুবলীগ।