Ad Space 100*120
Ad Space 100*120

নোয়াখালীতে বাল্য বিবাহ নিরোধ জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা শীর্ষক কর্মশালা


প্রকাশের সময় : ১ মাস আগে
নোয়াখালীতে বাল্য বিবাহ নিরোধ জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা শীর্ষক কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি: ১৩ এপ্রিল ২০২৩ সকাল ১০.০০ টায় নোয়াখালী জেলায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি) এর প্রশিক্ষণ কক্ষে বাল্যবিবাহ নিরোধ জাতীয় কর্মপরিকল্পনা(২০১৮—২০৩০) বাস্তবায়নে সিভিল সোসাইটি সংগঠন, যুব,শিশু ও কিশোর নেটওয়ার্ক এর ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, নোয়াখালী জনাব কামরুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ((সার্বিক) জনাব মো: নাজিমুল হায়দার। নোয়াখালী জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে গ্লোবাল এফেয়ার্স অব কানাডা (গেক), প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সিওয়াইসিডিপি এর আওতায় বাস্তবায়নাধীন কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প ও ইপসার আয়োজনে অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালা ।
নোয়াখালী জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক সচেতনতাবৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাল্যবিবাহ নিরোধকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮—২০২৩) বাস্তবায়নে সিভিল সোসাইটি সংগঠন, যুব,শিশু ও কিশোর নেটওয়ার্ক এর ভূমিকায় জেলা কর্মপরিকল্পনা প্রস্তুতের লক্ষ্যে সংগঠিত হয়েছিল নোয়াখালী জেলার ৪০টি সংগঠনের প্রতিনিধিবৃন্দ। এতে সেশন পরিচালনা করেন উপপরিচাল,মহিলা বিষয়ক অধিদপ্তর,নোয়াখালী জনাব কামরুন নাহহার ও গ্লোবাল এফেয়ার্স অব কানাডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কতৃর্ক বাস্তবায়নাধীন কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প ও ইপসার জেলা সমন্বয়কারী মোহাম্মদ সাজেদুল আনোয়ার ভূঁঞা। ওরিয়েন্টেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এর জেলা সমন্বয়ক জনাব নুরুজ্জামান,সাংবাদিক ও সংগঠক রুমানা ইসলাম, সাংবাদিক ফয়জুল ইসরাম জাহান, বুরো বাংলাদেশ এর জেলা প্রতিনিধি আব্দু সালাম সিকদার, রিক এর এরিয়া ম্যানেজার জনাব শওকত আলী, পিএসটিসি এর ডিস্ট্রিক্ট টিম লিডার জনাব রায়হানুল ইসলাম, উন্নয়ন সংস্থা আশা এর জেলা সমন্বয়কারী কাজী কামাল হোসেন, ব্লাস্ট এর জেলা প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ লিয়াকত আলী খান, বাংলাদেশ শিশু একাডেমী নোয়াখালী এর আবৃডত্ত প্রশিক্ষক জনাব শামস ইবনে আলী, গান্ধী আশ্রম ট্রাস্ট এর সমন্বয়কারী জনাব খাইরুজ্জামান খোকন,টিএমএসএস এর জোনাল ম্যানেজার মো: আব্দুল কাদের, এনআরডিএস এর মনোয়ারা মিনু, নোয়াখালী নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী ফৌজিয়া নাজনীন, বাপসা প্রতিনিধি জনাব আবুল কালাম আজাদ, নোয়খালী নারী অধিকার ফোরাম এর সভাপতি লায়লা পারভীন, এফপিএবি এর জেলা প্রতিনিধি ডা:মোহাম্মদ নুরুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন শিশোর শিশোরী ক্লাব সংশ্লিষ্ট সুপারভাইজার, জেন্ডার প্রমোমোটর, শিশোর —শিশোরী, নোয়াখালী জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর প্রতিনিধি ও শিশু সাংবাদিক ওয়াসিকা ওমর, স্থানীয় যুব সংগঠন ও সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধিবৃন্দ।