Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে মহান মে দিবস পালিত


প্রকাশের সময় : ৪ সপ্তাহ আগে
লক্ষ্মীপুরে মহান মে দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: শ্রমিক—মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০১ মে (সোমবার) মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাস্টার, জেলা শ্রমিকলীগের আহবায়ক ইউসুফ পাটোয়ারী, ক্বারী বেলাল, যুগ্ন আহবায়ক ও উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহসভাপতি শাহজাহান কামাল, জাকির হোসেন ভৃঁইয়া আজাদ প্রমুখ।
এসময় বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শ্রমিকরা দীর্ঘ দিন থেকে অবহেলিত তাদের অধিকার আদায়ে মালিকসহ সকল শ্রেণী পেশার লোকদের আন্তরিকতার অভাব রয়েছে। শ্রমিকদের অধিকার আদায়ে সকলকে আন্তরিক এগিয়ে আসতে হবে।