Ad Space 100*120
Ad Space 100*120

ঝালমুড়ি বিক্রেতাকে নির্যাতন, থানায় অভিযোগ


প্রকাশের সময় : ৪ মাস আগে
ঝালমুড়ি বিক্রেতাকে নির্যাতন, থানায় অভিযোগ

লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে ঝালমুড়ি বিক্রেতা দিনমজুর নুর ইসলাম (৪৬) নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। সোমবার দুপুরে (১৫ মে) উপজেলার খাসেরহাট সড়কের সোনাপুর গ্রামের প্রিন্সিপাল কাজি ফারুখি স্কুল এন্ড কলেজের সামনের সড়কে ঘটনাটি ঘটেছে।। এ ঘটনায় নির্যাতনের শিকার ঝালমুড়ি বিক্রেতা নুর ইসলাম বাদী হয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দাতা সদস্য ও ভাই ভাই লাইব্রেরীর মালি মিজানুর রহমান ভূইয়াকে আসামি করে রায়পুর থানায় অভিযোগ করেছেন।জানা গেছে, নির্যাতনের শিকার নুর ইসলাম উপজেলার রাখালিয়া গ্রামের মাস্তি সর্দার বাড়ীর মৃত সোনা মিয়ার ছেলে।অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার সময় প্রিন্সিপাল কাজি ফারুখীর সামনে দিনমজুর নুর ইসলাম ঝালমুড়ি বিক্রি করছিলেন। এসময় প্রতিষ্ঠানের ক্যান্টিনের বিক্রি কম হওয়া ও প্রায় শিক্ষার্থীরা নুর ইসলামের কাছে ঝালমুড়ি কেনায় ক্ষেপে যায় দাতা প্রতিষ্ঠান সদস্য মিজানুর রহমান। এসময় নুর ইসলামকে সড়কে ফেলে দিয়ে কিল—ঘুষি ও লাথি দিয়ে বেধড়ক মারধর করে মিজানুর। এসময় নগদ টাকা নিয়ে যায় এবং প্রতিষ্ঠানের সামনে ঝালমুড়ি বিক্রি করলে চাঁদা দিতে হবে না হলে ভ্যানগাড়ি ঝালিয়ে দেয়ার হুমকি দেয় মিজানুর রহমান। আহতবস্থায় সড়কে পড়ে থাকা নুর ইসলামকে উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করে গ্রামবাসি ইমাম হোসেন ও মোঃ জাবেদ।এঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান বলেন, আমি ঝালমুড়ি বিক্রেতা নুর ইসলামকে মারধর করিনি। আমায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছেন।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন নির্যাতনের শিকার নুর ইসলাম। যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে থানা পুলিশ বদ্ধপরিকর।