লক্ষ্মীপুর প্রতিনিধি: মজবুত হলে পুষ্টির ভিত, স্মাট বাংলাদেশ হবে নিশ্চিত এমন স্লোগান কে সঙ্গে নিয়ে (০৭—১৩ জুন) জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুরএ আলম, জেলা সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক ড. মো: জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত উত্তম কুমার সাহা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ—পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, ডা: রুমা আক্তার প্রমুখ। এসময় পুষ্টি বিষয়ক জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :