ঝালকাঠির রাজাপুরের মোল্লারহাট গ্রামের এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে আল-আমিন মোল্লা (৪২) নামের এক পুলিশ সদস্যর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনানে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।মামলাটি আমলে নিয়ে বিচারক মো.আব্দুল হামিদ পিরোজপুর পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আসামি আল-আমিন বর্তমানে বরিশালের মুলাদি থানায় কর্মরত ও পটুয়াখালী জেলার দুমকি উপজেলার উত্তর মুড়াদিয়া গ্রামের বাসিন্দা।মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধ জেরে ২০২২ সালের ১৩ ডিসেম্বর রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে এএসআই আল আমিনের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। ঘটনার সূত্র ধরে বিভিন্ন সময় ওই নারীর সঙ্গে ফোনে যোগাযোগ হয় এএসআইয়ের। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্কে তৈরি করেন আল আমিন। পরে ওই বছরের ১৬ ডিসেম্বর একজনকে ভুয়া কাজি সাজিয়ে কয়েকটি কাগজে সই নেওয়ার পর তাদের বিয়ে হয়ে গেছে বলে জানান ওই পুলিশ সদস্য। তখন থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত রাজাপুর ও নলছিটি থানায় কর্মরত অবস্থায় ওই নারীর সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাত্রিযাপন করেন তিনি। পরবর্তীতে স্ত্রীর স্বীকৃতি ও বাসা ভাড়া নিয়ে থাকার দাবি করলে ওই নারীকে নির্যাতন শুরু করেন আল আমিন এবং এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন।এ বিষয়ে অভিযুক্ত পুলিশের এএসআই আল আমিনের মোবাইলে ফোন করা হলে তিনি বারবার ফোন কেটে দেন।
আপনার মতামত লিখুন :