Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে পুলিশের মামলায় বিএনপির যুগ্ম আহবায়কের জামিন


প্রকাশের সময় : ১ সপ্তাহ আগে
লক্ষ্মীপুরে পুলিশের মামলায় বিএনপির যুগ্ম আহবায়কের জামিন

প্রতিনিধি :লক্ষ্মীপুরে পুলিশের দায়ের করা দুই মামলায় চারদিন পর কারাবন্দি বিএনপি নেতা এডভোকেট হাছিবুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন তাকে জামিন দেন। এডভোকেট হাছিবুর রহমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আহমেদ ফেরদৌস মানিক জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৮ জুলাই বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালীন দায়িত্ব পালন কাজে বাধা, পিটিয়ে আহত, বিস্ফোরক ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিন হাজার জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে। এই দুইটি মামলায় জামিন নামঞ্জুর করে লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।