প্রতিনিধি: স্থানীয় সরকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।১৭ থেকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত মেলায় উপজেলা ও ইউনিয়ন পরিষদের ২৭টি স্টল রয়েছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক নবাগত আক্তার হোসেন শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. মোস্তফা, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।
আপনার মতামত লিখুন :