Ad Space 100*120
Ad Space 100*120

কমলনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত


প্রকাশের সময় : ২ years ago
কমলনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করেছে জেলা ছাত্রলীগ। গত সোমবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক আজাদ বাঘার বিরুদ্ধে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা ছাত্রলীগ। কমিটির সদস্য ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির মাহমুদ নোবেল ও জাহিদুল ইসলাম শুভ এবং সাংগঠনিক সম্পাদক মুন্না তালুকদার। তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। জেলা ছাত্রলীগের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান কমলনগর উপজেলা ছাত্রলীগের ৮ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদী আংশিক কমিটি ঘোষণা দেন। কমিটি গঠনের পর থেকেই শুরু হয় বিতর্ক। দুই দিন পর ওই কমিটি থেকে সহ-সভাপতি হারুনুর রশিদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ বিন হাবিব পদত্যাগ করেন। তাদের অভিযোগ ছিল- কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করা হয়নি।

তাই তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। জানা গেছে, একটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে পড়েন কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাকিব হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক আজাদ বাঘা। গত ১০ই সেপ্টেম্বর সন্ধ্যায় কমলনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ দু’জনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় সভাপতিকে চড় দিয়েছেন সাধারণ সম্পাদক। দু’জনকে শান্ত করতে গিয়ে দুই নেতার অন্তত ৪ থেকে ৫ সমর্থক আহত হন।