Ad Space 100*120
Ad Space 100*120

খাদ্যে ভেজাল প্রতিরোধ বিষয়ক সেমিনার


প্রকাশের সময় : ১২ মাস আগে
খাদ্যে ভেজাল প্রতিরোধ বিষয়ক সেমিনার

প্রতিনিধি: লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে খাদ্যে ভেজাল প্রতিরোধ বিষয়ক সেমিনার কনসালটিং ফার্ম গ্লোসি মিডিয়া ঢাকার এক সহযোগীতায় অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা: আহম্মদ কবিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরএ আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভেজাল খাদ্য প্রতিরোধে ভোক্তা এবং উৎপাদন ও বিপননের সাথে জড়িত সকলকে সচেতন হওয়ার আহবান জানান। সুস্থ সবল জাতি গঠনে ভেজাল খাদ্য পরিহার করে নিরাপদ খাদ্য গ্রহন ও নিরাপদ খাদ্য গ্রহনে পৃথকে সহজলভ্য করার জন্য সকলের প্রতি আহবান জানান। নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পাওয়া পাওয়া মানুষের মৌলিক অধিকার বলে মত প্রকাশ করেন প্রধান অতিথি। সেমিনারে স্থানীয় খাদ্য উৎপাদন ও বিপননের সাথে জড়িত ব্যবসায়ী, সরকারী, বেসরকারী, এনজিও কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহন করেন। জেলা সিভিল সার্জন ডা: আহম্মদ কবির তার বক্তব্যে ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের নানান উদ্যোগের তথ্য তুলে ধরে সকলকে ভেজাল খাদ্য প্রতিরোধে ও সচেতনতা সৃষ্টিতে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান। এছাড়া একই বিষয়ের উপর সদর উপজেলার দালাল বাজারসহ বিভিন্ন হাট বাজারে, বেকারী,হোটেলসহ জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সংগীত পরিবেশন করা হয়।