Ad Space 100*120
Ad Space 100*120

নোয়াখালী জেলায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের ২দিন ব্যাপী ওরিয়েন্টেশন সম্পন্ন।


প্রকাশের সময় : ২ years ago
নোয়াখালী জেলায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের ২দিন ব্যাপী ওরিয়েন্টেশন সম্পন্ন।

বাল্যবিবাহ প্রতিরোধে মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮—২০৩০) বাস্তবায়নে কাজ করছে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি। উক্ত কমিটিকে আরো বেশি সক্রিয়করণ করতে গ্লোবাল এফেয়ার্স অব কানাডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় নোয়াখালী জেলায় বাস্তবায়িত হচ্ছে কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ(সিইএমবি) প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা। সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন। শিশু বিবাহ,বাল্যবিবাহ ও জোরপূবক বিবাহ প্রতিরোধে সরকারের এ লক্ষ্যমাত্রা অর্জনে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি। তাই এ কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। সেই সাথে কমিটির সদস্যদের বাল্যবিবাহ নিরোধ আইন, বিধিমালা বিষয়ে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। নোয়াখালী জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের ্অংশগ্রহণে ৮ ফেব্রুয়ারী, ২০২২ সকাল ১০.০০টায়, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নোয়াখালীতে বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসার আয়োজনে বাল্যবিবাহ নিরোধ আইন, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক ২দিন ব্যাপী ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জেলা, নোয়াখালী জনাব, দেওয়ান মাহবুবুর রহমান। তিনি আরো বলেন, ২০১৪ সালে লন্ডনে অনুষ্ঠিত গার্লস সামিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গিকার করেন ২০২১ সালের মধ্যে ১৫ বছরের নীচে সকল শিশুর বাল্যবিবাহ নিমূর্ল এবং ১৫—১৮বছরের শিশুর বাল্যবিবাহ একতৃতীয়াংশে হ্রাস করবেন। ২০০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বাল্যবিবাহমুক্ত করবেন। এ ঘোষনা বাস্তবায়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছেন। আজকের এই ওরিয়েন্টেশন ও সরকারের ঘোষনা বাস্তবায়নের একটি ইতিবাচক ও প্রশংশনীয় উদ্যোগ। ওরিয়েন্টেশনে বিভিন্ন সেশন পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) জনাব ইসরাত সাদমীন,বিজ্ঞ ্অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মো: নদিমুল হায়দার, উপপরিচাল,মহিলা বিষয়ক অধিদপ্তর কামরুন নাহার, কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প ও ইপসার ডিভিশনাল ম্যানেজার ফারহানা ইদ্রিস ও জেলা সমন্বয়কারী মোহাম্মদ সাজেদুল আনোয়ার ভূঁঞা। উপপরিচালক, মহিলা বি্ষয়ক অধিদপ্তর,নোয়াখালী জনাব কামরুন নাহারের সভাপতিত্বে আয়োজিত ওরিয়েন্টেশন উদ্বোধনী সেশনে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জনাব রেজ্জাকুল হায়দার, জেলা শিশু বিষয়ক কর্মকতূর্া জনাব মোছলেহ উদ্দিন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: সহিদুল ইসলাম,সহকারী কমিশনার,সাধারণ শাখা জনাব দেবাশীষ অধিকারী, উপজেলা চেয়ারম্যান, বেগমগন্জ ,শাহনাজ বেগম সহ জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।