Ad Space 100*120
Ad Space 100*120

পুলিশের অভিযানে ৫শত পিছ ইয়াবাসহ একজন আটক


প্রকাশের সময় : ৯ মাস আগে
পুলিশের অভিযানে ৫শত পিছ ইয়াবাসহ একজন আটক

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের একটি চৌকস টিম মাদারীপুর রাজৈর থানাধীন টেকেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহর দান কাচ্চি বাড়ি রেস্তোরাঁর সামনে অভিযান পরিচালনা করেন, রাস্তার উপর থেকে রমেন্দ্রনাথ সরকার ওরফে রমেন সরকার কে ৫ শত পিছ ইয়াবাসহ আটক করে গোয়েন্দা পুলিশ। মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের সাতপার ( দক্ষিণ পাড়া) মৃত রশিদ লাল সরকার ওরফে রশিক সরকারের ছেলে রমেন্দ্রনাথ সরকার ওরফে রমেন সরকার ৫শত পিছ ইয়াবাসহ আটক করে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনাস্থল সূত্রে জানা যায় শনিবার (২৬ আগাষ্ট) বিকেল ৫-১০ মিনিটের সময় আটককৃত রমেন সরকার উপস্থিত লোকজনের সম্মুখে রমেন সরকার তার প্যান্টের বিভিন্ন স্থান থেকে তিনটি নীল রঙের প্যাকেট বের করে ৩টি নীল রং এর প্যাকেটে থেকে মোট(২০০+২০০+১০০)=৫০০(পাঁচশত) পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ বিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)র অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদারীপুর জেলা রাজৈর উপজেলার । বেশ কিছুদিন যাবৎ মাদকের রমরমা বাণিজ্য করছে একটি মাদক ব্যবসায়ী চক্র। ঘটনাস্থলে গোয়েন্দা পুলিশের একটি দল এসআই(নিরস্ত্র) এস এ এম ফরহাদ রাহী মীর এর নেতৃত্বে গোপনে তথ্য নিয়ে কাজ শুরু করে। রমেন্দ্রনাথ সরকার ওরফে রমেন সরকার নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হই। এ বিষয়ে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রাজৈর থানায় মাদক মামলা দায়ের প্রক্রিয়াধীন।