Ad Space 100*120
Ad Space 100*120

প্রধানমন্ত্রীর বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে নির্দেশনা দিয়েছেন


প্রকাশের সময় : ১ বছর আগে
প্রধানমন্ত্রীর বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে নির্দেশনা দিয়েছেন

সারোয়ার মিরন, রামগতি থেকে : পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম এমপি বলেছেন, নদী তীর রক্ষা বাঁধ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সবাইকে আস্থা রাখতে হবে। তিনি বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে নির্দেশনা দিয়েছেন। বর্তমান সরকারের আমলেই দেশে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। রামগতি—কমলনগরে নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১শ কোটি টাকা প্রকল্পের অনুমোদন দিয়েছেন। বিএনপি—জামায়াত সরকারের আমলে দেশে কোন উন্নয়ন হয়নি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১২টায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফলকন ইউনিয়নের লধুয়া মাছ ঘাট এলাকায় ভাঙন পরিদর্শনকালে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন। পরে তিনি স্পিডবোটযোগে রামগতি পর্যন্ত নদী ভাঙন পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর—৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান, লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহম্মদ, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন।

মন্ত্রী আরও বলেন, করোনা ও রাশিয়া—ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। এতে সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। পুরনো দরপত্রে ঠিকাদাররা ভুর্তকির ভয়ে কাজ করতে চাচ্ছে না। আগামি ১৪ দিনের মধ্যে পূনরায় দরপত্র আহবানের নির্দেশ দেওয়া হয়েছে।

খুব শিগগিরই নদী শাসনে কাজ শুরু হবে। এছাড়া ভূমি মন্ত্রীর সঙ্গে কথা বলে চাঁদপুর থেকে বালু উত্তোলনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি।