Ad Space 100*120
Ad Space 100*120

রামগঞ্জে এক ওয়ার্ডের ভোটার অন্য ওয়ার্ড থেকে নির্বাচিত


প্রকাশের সময় : ২ years ago
রামগঞ্জে এক ওয়ার্ডের ভোটার অন্য ওয়ার্ড থেকে নির্বাচিত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: তথ্য গোপন করে ভোটে জয়ী হওয়ার ঘটনার ৯দিন পর গ্যাজেট বাতিলের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছেন দুই পরাজিত প্রার্থী মোহাম্মদ হোসেন বাবুল ও জাকির হোসেন। দুই প্রার্থী তাদের অভিযোগে জানান, মোঃ হাসান পাটোয়ারী রামগঞ্জ উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সাউদেরখীল গ্রামের ভোটার।

বাবার নাম গোলাম হোসেন বাবুল, মায়ের নাম আনোয়ারা বেগম। জাতীয় পরিচয়পত্র নং ৫১০৫১৯০০০২৯৮, ভোটার এলাকার কোড নং ০৫১৯। কিন্তু তথ্য গোপন করে গত ২৮ নভেম্বর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে পাশ^বর্তি ৬ নং ওয়ার্ড শৈরশৈ গ্রাম থেকে মোরগ প্রতীকে নির্বাচিত হন হাসান পাটোয়ারী। এ বিষয়ে সোমবার (৬ ডিসেম্বর) বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বাবুল ও জাকির হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি অভিযোগ জমা দিয়েছেন। মোহাম্মদ হোসেন বাবুল ও জাকির হোসেন আরো জানান, গত ২৮ নভেম্বর তৃতীয় দফায় রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে নোয়াগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শৈরশৈ থেকে বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বাবুল (ভ্যানগাড়ী), জাকির হোসেন (ফুটবল), দেলোয়ার হোসেন (আপেল), আবুল কালাম (তালা) ও হাসান পাটোয়ারী (মোরগ প্রতীকে) নির্বাচনে অংশগ্রহণ করেন। ভোটের দিন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও মোরগ প্রতীকের প্রার্থী হাসান পাটোয়ারী ভোট দিতে গিয়ে ইভিএম মেশিনে আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি। বিষয়টি নিয়ে তখন কোন সন্দেহ না হলেও পরবর্তি সময়ে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করলে তাতে গড়মিল দেখা যায়। এ বিষয়ে আজ মঙ্গলবার জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন ও রিটার্ণিং কর্মকর্তার নিকিট একটি অভিযোগ দায়ের করেন তারা। এসময় তারা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ২৬ (১) এর (ঘ) ধারা লঙন করে ভোটার তালিকার তথ্য গোপন করে ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড থেকে সদ্য নির্বাচিত ইউপি সদস্যের গেজেট স্থগিতকরণসহ প্রার্থীতা বাতিলের দাবী জানান। উক্ত ওয়ার্ড থেকে নির্বাচনে জয়ী হওয়া ইউপি সদস্য হাসান পাটোয়ারী জানান, আমি মূলত শৈরশৈ ওয়ার্ডের ভোটার কিন্তু জাতীয় পরিচয়পত্রে ভুলক্রমে আমার ভোটার এলাকা সাউধেরখীল হওয়ায় ঝামেলা দেখা দিয়েছে। এ ব্যপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আবু তাহের জানান, আমি ঘটনাটি জানতে পেরেছি। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, এ ব্যপারে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তাকে নিদের্শনা দেয়া হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের সিদ্ধান্তমতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।