Ad Space 100*120
Ad Space 100*120

রায়পুরে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৫ লাখ টাকা জরিমানা


প্রকাশের সময় : ২ years ago
রায়পুরে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৫ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া পানিরঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করার খবর পেয়ে শনিবার বিকেলে ঘটনারস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ ১ টি ড্রেজার মেশিন জব্দ করে। এসময় ঘটনার সাথে জড়িত থাকায় দিদার মোল্লাকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করার নির্দেশ দেয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ সাংবাদিকদের জানান, অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালত চালিয়ে ১ টি ড্রেজার মেশিন জব্দ করি এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (গ) ধারা লঙ্ঘনের অপরাধে দিদার মোল্লা (৩৫) পিতা: রশিদ মোল্লাকে কে ৫ লাখ টাকা জরিমানা আদায় করি। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।