Ad Space 100*120
Ad Space 100*120

রায়পুরে পুকুরে ডুবে পৃথক দুই শিশুর করুন মৃত্যু


প্রকাশের সময় : ২ years ago
রায়পুরে পুকুরে ডুবে পৃথক দুই শিশুর করুন মৃত্যু

লক্ষীপুরের রায়পুরে ওয়াহিদুর রহমান রাইমন (২) ও আবদুর রহমান (৪) নামের পৃথক দুই শিশুর পুকুরে ডুবে করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়ার মহাদেবপুর এবং দুপুরে চরমোহনা ইউপির উত্তর রায়পুর গ্রামে।। নিহত শিশু রাইমন মহাদেবপুর গ্রামের দিনমজুর কাশিমের ছেলে এবং শিশু আবদুর রহমান উত্তর রায়পুর গ্রামের কৃষক মোঃ রহিমের ছেলে । বিকালে নিহত দুই শিশুকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিশুর নিহতের ঘটনায় পিতা-মাতাসহ স্বজনদের মাঝে শোক বইছে। নিহত শিশুদের স্বজনরা জানান, সকালে আবদুর রহমান পরিবারের সকলের অগোচরে বসতঘরের পাশের পুকুরে খেলা করতে যায় । খোঁজাখুঁজির কিছুক্ষন পর তাকে পুকুর থেকে তুলে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার সাবরীন সাবা মৃত ঘোষনা করেন। একইদিন দুপুরে মহাদেবপুর গ্রামের রাইমন নীজেদের বসতঘরের পাশে খেলা করতে গিয়ে পা পিচলে পড়ে যায় পুকুরে। ৩০ মিনিট পর তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিলে ডাক্তার তাহমিনা রাইমনকে মৃত ঘোষনা করেন। শিশুদের হারিয়ে সবকিছুই যেন হারিয়ে ফেলেছে পরিবার। রায়পুর থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্র দাশ বলেন, খবর পেয়ে দুই শিশুর বাড়ীতে গিয়ে পরিবারকে শান্তনা দেয়া হয়েছে। উভয়ের পরিবারের অনুরোধে নিহত তাদেরকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে ।