Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২৬ জনকে আওয়ামীলীগের দলীয় পদ থেকে অব্যাহতি


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২৬ জনকে আওয়ামীলীগের দলীয় পদ থেকে অব্যাহতি

প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ ৪র্থ ধাপে আওয়ামীলীগের নির্দেশ অমান্য করে বিদ্রোহী হিসেবে নির্বাচন অংশ গ্রহন করায় জেলা আওয়ামীলীগের সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন থেকে ২৬ জনকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেছে।১৫ ডিসেম্বর (বুধবার) রাতে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড: শ্যামল কান্তি চক্রবর্তী ফটিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বলেন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ২০ জনকে দলীয় পদ থেকে অব্যাহতি এবং সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পদ থেকে অব্যাহতি প্রাপ্তরা হলেন সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাবুল, সদর থানা কমিটির সদস্য ও ভবাণীগঞ্জ ইউপি প্রার্থী সাইফুল হাসান রণি,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবদুল হালিম মাস্টার, ফজলুর রহমান ঢালী,মোক্তার হোসেন বিপ্লব, উত্তর জয়পুর ইউনিয়নের আবু ছৈয়দ, জাহাঙ্গীর আলম,ফিরোজ মোহাম্মদ বাকী, বেলাল হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়নের নুরুল আমিন,হাজিরপাড়া ইউনিয়নে শামছুল আলম বাবুল, চরশাহী ইউনিয়নে গুলজার মোহাম্মদ, দিঘলী ইউনিয়নে নবিউর রহমান মুকুল,মো: ইসমাইল হোসেন,আলতাফ হোসেন, মান্দারী ইউনিয়নে সৌরভ হোসেন রুবেল পাটোয়ারী, লিয়াকত আলী মাস্টার,কুশাখালী ইউনিয়নে আবদুর রহমান মোশারফ হোসেন,তিতু মিয়া টিটু।