Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুরে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা রাখার দায়ে ইয়াসমিন আক্তার কলি (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা ক‌রেন। একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত কলি চট্রগ্রামের হাটহাজারী ফতেহবাদ ইউনিয়নের ছড়ারকুল গ্রামের আবুল বাশারের মেয়ে।
আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, চলতি বছরের ৮ জানুয়ারি রামগঞ্জ-হাজিগঞ্জ সড়কের পালেরব্রিজ এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ অভিযান চালিয়ে ইয়াসমিন আক্তা‌র কলিকে গ্রেফতার করে।
পরে তার দেহ তল্লাশি ক‌রে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ক‌রেন। পরে ওই দিন নায়েব সুবেদার আফজাল হোসেন বাদী হ‌য়ে কলিকে আসা‌মি ক‌রে মাদক আই‌নে একটি মামলা ক‌রেন। একই বছ‌রের ২ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা আদাল‌তে অভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। দশ মাসের মাথায় আদালত এ রায় ঘোষণা করেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী পিপি অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন মাদক মামলায় যাবজ্জীবন, এটিই লক্ষ্মীপুরে প্রথম রায়।