Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত

 

লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ দিবস (মঙ্গলবার) উপলক্ষে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে লক্ষ্মীপুরে। সকালে লক্ষ্মীপুর জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারী—বেসরকারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর—২ আসনের এমপি এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু,বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম।
এ ছাড়া ও জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ভাষণ প্রচার, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া আওয়ামীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনার সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।