Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগী মহিলাদের নিয়ে হেলথ ক্যাম্প উদ্বোধন


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগী মহিলাদের নিয়ে হেলথ ক্যাম্প উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগী মহিলাদের নিয়ে ২ দিন ব্যাপি হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ০৭ জুন (মঙ্গলবার) সকালে অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুলতানা জোবেদা খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, মেডিকেল অফিসার ডা: আকতিয়া আহমেদ প্রমুখ।
জানা যায়, ২ দিনের এই ক্যাম্পে লক্ষ্মীপুর পৌরসভার ৫ শতাধিক সুফলভোগী ২ জন মেডিকেল অফিসারের মাধ্যমে তাদের ডাক্তারী সেবা বিনামূল্যে গ্রহন করতে পারবে। এ ছাড়া সুফলভোগীদের মাঝে মাক্স, সাবান, স্যালাইন ও গুঁড়ো দুধ বিতরন করা হবে।