Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে জন্ম মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুরে জন্ম মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি: নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ১০ অক্টোবর (বৃহস্পতিবার) জাতীয় জন্ম মৃত্যু দিবস উপলক্ষে আলোচন সভা সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার, সহকারী পুলিশ শেখ সাদী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরী।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, ইউপি চেয়ারম্যান মিন্টু ফরায়েজী, নুরে আলম জিকু, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সচিব নুরুল হুদা, মিজানুর রহমান প্রমুখ। পরে জন্ম মৃত্যু নিবন্ধন শতভাগ অর্জন করায় চরকাদিরা, লামচর, কেরোয়া, বড়খেরীসহ ১০ টি ইউনিয়ন পরিষদ সম্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।