Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট উদ্বোধন


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব—১৭) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ১৮ মে (বুধবার) জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা, জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
আলোচনা সভা সভা শেষে অতিথিবৃন্দ কবুতর ও বেলুন উড়িয়ে জাতীয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী দিনে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন ও চরশাহী ইউনিয়ন মোকাবেলা করে। এতে লাহারকান্দি জয়লাভ করে। উপজেলা প্রশাসক সূত্রে জানা যায় সদর উপজেলার মোট ২১ টি ইউনিয়ন ২ ভাগে খেলায় অংশ গ্রহন করবে। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান, সচিব, খেলোয়াড়সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, ক্রীড়া সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।