Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে পৃথক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুরে পৃথক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পৃথক দুটি হত্যা মামলার একটিতে একজনকে যাবজ্জীবন ও অপর মামলায় চারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দুপরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কমলনগরের হত্যা মামলায় মোবারক হোসেন, মাহমুদুল হাসান হিরু, আরাফাত আরেফিন ও বাবুল হোসেন। এর মধ্যে মাহমুদুল হাসান হিরু পলাতক রয়েছে। অন্য আসামীরা আদালতে হাজির ছিলেন।
অপর হত্যা মামলার আসামি দেলোয়ার সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পুকুরদিয়া গুচ্ছ গ্রামে আবদুর রহিমের ছেলে।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কেঁৗসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন— কমলনগরে মুক্তিযোদ্ধা ক্লাবের টি বয় মাকছুদুর রহমানকে হত্যার ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার আসাম মাহমুদুল হাসান হিরু পলাতক রয়েছে। বাকি ৩ জন রায়ের সময় আদালতে উপস্থিত ছিল।
অপর মামলায় সদর উপজেলার কুশাখালী এলাকায় স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ের সময় দেলোয়ার আদালতে উপস্থিত ছিলেন।