Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে বাংলা ভাষা ইশারা দিবস পালিত


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে বাংলা ভাষা ইশারা দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবন মান উন্নয়ন এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বাংলা ভাষা ইশারা দিবস উপলক্ষে আলোচনা সভা সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ—পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (নবাগত) পিয়াংকা দত্ত।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আবদুর রহমান, শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা নাইমা জান্নাত, ইউনিয়ন সমাজ কমীর্ মনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজ সেবাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে মেডিকেল পরীক্ষার মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ১২ জনের মাঝে কানের হিয়ারিং এইড স্থাপন ও প্রদান করেন অতিথিবৃন্দ।