Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে রোকেয়া দিবসে ১০ জন জয়িতাকে সম্মাননা


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে রোকেয়া দিবসে ১০ জন জয়িতাকে সম্মাননা

লক্ষ্মীপুর প্রতিনিধি: সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০৯ ডিসেম্বর (শুক্রবার) জয়ীতা অন্বেষনে বাংলাদেশ বেগম রোকেয়া দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ১০ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জনকে এই সম্মাননা প্রদান করা হয়।
জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুর—এ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ, সিভিল সার্জন আহাম্মদ কবির, জেলা পরিবার পরিকল্পনা উপ—পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক সুলতানা জোবেদা খানম, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াছমিন লিকা প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষা চাকরি সফলতা, সফল জননী, অর্থনৈতিকভাবে সফলতা, সমাজ উন্নয়নে অবদান, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন সফলতাসহ ৫ টি ইভেন্টে সদর উপজেলা পর্যায়ে ৫ জন এবং জেলা পর্যায়ে ৫ জনসহ মোট ১০ জনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় বিভিন্ন সরকারী—বেসরকারী দপ্তরেরর কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।