Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে ১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের মিছিল ও মানবন্ধন


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে ১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের মিছিল ও মানবন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: ১২ দফা দাবীতে নির্মাণ শ্রমিকদের মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে লক্ষ্মীপুরে। ১৮ জানুয়ারী (বুধবার) সকালে শহরের ঝুমুর এলাকায় থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) জেলা শাখার আয়োজনে এ সময় বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সাধারণত সম্পাদক মো: নুর আলম, সহসভাপতি অবসরপ্রাপ্ত টিএসআই মো: কামরুজ্জামান, আব্দুল মাবুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সেলিম, সাংগঠনিক সম্পাদক মো: হারুন, দপ্তর সম্পাদক মাকসুদুর রহমান, নারী নেত্রী মমতাজ বেগম প্রমুখ।
বক্তারা নির্মাণশ্রমিকদের বাসস্থান নিশ্চিত করা, উপযুক্ত কর্মপরিবেশ ও পেশাগত এবং স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ, নারী নির্মাণশ্রমিকদের সমমজুরি, জেলা– উপজেলায় শ্রম আদালত স্থাপন, মাসে একবার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভা, শিল্প স্বাস্থ্য কাউন্সিল গঠনে ইনসাবের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা, ঋণ ও প্রশিক্ষণ দিয়ে শ্রমিকদের বিদেশে কর্মসংস্থান, জেলা– উপজেলায় শ্রম নির্মাণ ছাউনি, রেজিস্টার খাতা রাখা এবং মজুরি বৃদ্ধিসহ ১২ দফা দাবী বাস্তবায়ন করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।এসময় জেলা উপজেলার প্রায় পাঁচ শতাধিক ইমারত নির্মাণ শ্রমিক এ মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয়।