Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুর রামগতিতে শিয়ালের মাংস বিক্রির অপরাধে একজনের দণ্ড


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুর রামগতিতে শিয়ালের মাংস বিক্রির অপরাধে একজনের দণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগতিতে শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে রঞ্জিত চন্দ্র দাসকে (৪৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩ মে) সকালে আদালতের বিচারক নিবাহীর্ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী এই রায় প্রদান করেন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম ও রামগতি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন
এর আগে সকালেই রামগতি পৌর শহরের আলেকজান্ডার বাজার থেকে রঞ্জিতকে হাতেনাতে আটক করা হয় রঞ্জিত আলেকজান্ডার এলাকার বাসিন্দা
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রঞ্জিত প্রায়ই শিয়ালের মাংস বিক্রি করতো। বিভিন্ন এলাকায় গিয়ে পালিয়ে থেকে ফাঁদ পেতে তিনি শেয়াল আটক করতো। এরপর জবাই করে তিনি মাংসগুলো বিভিন্ন বাজারে বিক্রি করতো। বিভিন্ন সময় অভিযোগ পেলেও তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে শিয়ালের মাংস বিক্রিকালে তাকে আলেকজান্ডার বাজার থেকে আটক করা হয়। এসময় শিয়ালের চামড়াসহ প্রায় ৬ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। পরে মাংসগুলো গর্ত করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
ইউএনও এস এম শান্তুনু চৌধুরী সাংবাদিকদের জানান, শিয়ালের মাংস বিক্রি দণ্ডনীয় অপরাধ। রঞ্জিতকে শিয়ালের মাংস বিক্রিকালে হাতেনাতে ধরা হয়। এতে তাকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী সাজা দেওয়া হয়েছে