Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুর রামগতিতে সয়াবিন কাটা নিয়ে বিরোধ, তিন ভাতিজার সাথে ঝগড়া চাচার মৃত্যু


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুর রামগতিতে সয়াবিন কাটা নিয়ে বিরোধ, তিন ভাতিজার সাথে ঝগড়া চাচার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগতিতে সয়াবিন কাটা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ধাক্কায় পড়ে গিয়ে চাচা সেকান্তর আলীর (৭৫) মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আফজাল গ্রামের ঘটনাটি ঘটেছে। এর আগে তার তিন ভাজিতার সাথে তার ঝগড়াঝাটি হয়।
রামগতি থানা পুলিশ জানায়, বৃদ্ধ সেকান্তর আলী রিকসাযোগে এসে বাড়ির সামনে নামেন। এ সময় তার ভাই আবদুস সহিদের তিন ছেলে হারুন, খোকন ও রিপন তার গতিরোধ করে। বৃদ্ধ চাচা তাদের ক্ষেত থেকে সয়াবিন কেটে নিয়েছে এমন অভিযোগ তুলে তার সাথে তর্কাতর্কি শুরু করে দেন। এক পর্যায়ে ভাতিজা খোকন চাচা সেকান্তর আলীকে জামার কলার চেপে ধরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, মৃত সেকান্তর আলীর ঠোটে এবং পায়ে কিছুটা আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আমরা আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।