Ad Space 100*120
Ad Space 100*120

বার্ষিক পরীক্ষায় ফলাফল খারাপে বকাঝকা, অভিমানে বাড়ি ছেড়েছেন


প্রকাশের সময় : ১ বছর আগে
বার্ষিক পরীক্ষায় ফলাফল খারাপে বকাঝকা, অভিমানে বাড়ি ছেড়েছেন

বার্ষিক পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার অভিমানে বাড়ি ছেড়েছেন দ্বিপ পাল নামে ১৩ বছর বয়সী স্কুলছাত্র।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাড়ি থেকে বের হয়ে যায় দ্বিপ। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। তার খোঁজ পেতে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন পরিবারের সদস্যরা।

দীপ লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার মানিক চন্দ্র পালের ছেলে। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর ৬ষ্ঠ শ্রেণি থেকে সমাপনী পরীক্ষা দেয় দ্বিপ।

দীপের পরিবারের সদস্যরা জানায়, দীপ ৬ষ্ঠ শ্রেণির পরীক্ষায় প্রায় সবগুলো বিষয়ের ফলাফল খারাপ করে। এ নিয়ে তাকে সামান্য বকাঝকা করলে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে বুধবার দুপুর ২টার দিকে সবার অগোচরে বাড়ি ছাড়ে। এ সময় তার ব্যবহৃত জামাকাপড়ও সঙ্গে নিয়ে যায় দ্বিপ। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্যস্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি পরিবার। তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।

এঘটনায় বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় জিডি করে দীপের পিতা মানিক চন্দ্র পাল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধানে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দীপের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করেন তার বাবা মানিক চন্দ্র পাল।