Ad Space 100*120
Ad Space 100*120

বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ


প্রকাশের সময় : ১ বছর আগে
বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

একটি বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাতে দপ্তরি আনিচুর রহমান ফরাজীকে আসামি করে আট বছরের নির্যাতিতা শিশুর চাচা বাদি হয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় মামলা দায়ের করেছেন।শনিবার (৮ এপ্রিল) সকালে মামলা দায়েরের সত্যতা স্বীকার ও আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে জানিয়ে বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, অভিযুক্ত ধর্ষক আনিচুর রহমান ফরাজী (৪০) এ.আর খান মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ও চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামের বাসিন্দা। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এআর খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শফিকুর রহমান বলেন, ‘বিষয়টি শুনে শনিবার সকালে দপ্তরি আনিচুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এনিয়ে আগামীকাল সোমবার স্কুল পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে জরুরি সভার আহবান করা হয়েছে। সেদিন ঘটনার তদন্তে কমিটি গঠণ করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দপ্তরি আনিচুরের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে

মামলার বরাতে ওসি আরও জানান, বৃহস্পতিবার ক্লাস শেষে বিকেলে স্কুলের শ্রেণিকক্ষে দুই শিশু ছাত্রীকে প্রাইভেট পড়াচ্ছিলো আনিচুর। একপর্যায়ে নির্যাতিতা শিশুকে একই পড়া দুইবার লিখতে দিয়ে অন্য শিশু ছাত্রীকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পরে শিশুটিকে ধর্ষণ করে আনিচুর।

চরকাউয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিশুটির বাবা নেই। তার মা অন্যের বাসায় ঝিয়ের কাজ করেন। অনিচুরের লালসার শিকার হয়ে শিশুটি বাড়িতে ফিরে অস্বাভাবিক আচরণ শুরু করে। পরবর্তীতে কারণ জানতে চাইলে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর তারা সমাঝোতার প্রস্তাব দেয়। তবে এলাকাবাসীর তীব্র প্রতিরোধের মুখে অবশেষে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়।’