Ad Space 100*120
Ad Space 100*120

রাজশাহী মহানগরীতে কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার


প্রকাশের সময় : ২ years ago
রাজশাহী মহানগরীতে কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার

রাজশাহীঃ রাজশাহী মহানগরীতে মোঃ সাব্বির হোসেন আলিফ (২৩), নামের এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, নগদ টাকা, ভ্যানেটি ব্যাগ উদ্ধার করা হয়। সোমবার (২৪) জানুয়ারি ভোর সোয়া ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে হেতেমখাঁ সবজিপাড়া হতে মোঃ সাব্বির হোসেন আলিফকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীর দেওয়া তথ্যমতে তার বাড়ী হতে ছিনতাই করা ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন, নগদ ৩০ হাজার টাকা ও চাবি উদ্ধার হয়। গ্রেফতার ছিনতাইকারী আলিফ মহানগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে। এ তথ্য নিশ্চত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাজহারুল ইসলাম।

তিনি জানান, মোসাঃ রুমানা রহমান (৪৪) নামের এক নারী গত ১৯ জানুয়ারি ২০২২ তার বোনকে সাথে নিয়ে রিক্সায় শালবাগান বিজিবি পার্টি পয়েন্ট কমিউনিটি সেন্টারে ছেলের বৌ ভাত অনুষ্ঠানে যাচ্ছিলেন। রাত পোনে ৭ টায় বোয়ালিয়া থানার শালবাগান “রাজিয়া কমিউনিটি সেন্টার” এর সামনে পৌঁছামাত্র পিছন দিক হতে একটি মোটরসাইকেলে ২ জন আরোহী এসে তার হাতে থাকা ভ্যানেটি ব্যাগটি টান দিয়ে দ্রুত গতিতে আলিফ-লাম-মিম ভাটার মোড়ের দিকে চলে যায়।

ভ্যানেটি ব্যাগে ছেলের বৌ ভাত অনুষ্ঠানে খরচের ১ লক্ষ টাকা, ১টি মোবাইল ফোন, ৪টি স্বর্ণের আংটি, ১টি চেইন, ২টি কানের দুল, এনআইডি কার্ড ও বাসা এবং ফ্ল্যাটের চাবি ছিল। ওই ঘটনাশ বোয়ালিয়া মডেল থানা একটি নিয়মিত মামলা রুজু হয়। এরপর বোয়ালিয়া থানা পুলিশ আসামী সনাক্তপূর্বক গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। অভিযানটি পরিচালনা করেন, সহকারি পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মীর মুহসীন মাসুদ রানার সার্বিক দিক নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স। অন্যান্য মালামালসহ অপর সহযোগি আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ কর হয়েছে বলেও জানান ওসি।