Ad Space 100*120
Ad Space 100*120

রামগতিতে ওয়াটার এ্যাম্বুলেন্স উদ্বোধন


প্রকাশের সময় : ২ years ago
রামগতিতে ওয়াটার এ্যাম্বুলেন্স উদ্বোধন

সরোয়ার হোসেন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

দুর্গম দ্বীপ ইউনিয়ন ও চরা লের ত্রিশ হাজার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লক্ষ্মীপুরের রামগতিতে স্বপ্নযাত্রা ওয়াটার এ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের দক্ষিনে মেঘনা বেড়ীবাঁধ এলাকায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।

উপজেলা নির্বাহি অফিসার এসএম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান, রামগতি থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রসুল, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম ছারোয়ার, রড়খেরী নৌপুলিশ ইনচার্জ ফেরদৌস আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, জাইকার অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে মেঘনা নদী বেষ্টিত দুর্গম দ্বীপ চরা ল চরআবদুল্যাহ, চর আলেকজান্ডার এবং চরগাজী ইউনিয়নের প্রায় ত্রিশ হাজার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজতর করার লক্ষ্যে এ এ্যাম্বুলেন্স চালু করা হয়। এ্যাপ্স ও ফোন কলের মাধ্যমে নামমাত্র খরচে এ এ্যাম্বুলেন্স সুবিধা ভোগ করতে পারবেন।