Ad Space 100*120
Ad Space 100*120

রামগতিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন


প্রকাশের সময় : ২ years ago
রামগতিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

সারোয়ার মিরন: লক্ষ্মীপুরের রামগতিতে মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা সমূহের এসএসসি-২০২২ইং শিক্ষার্থীদের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১৮ডিসেম্বর শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামনাশীষ মজুমদার। এর আওতায় উপজেলার ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪৭০জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।
প্রথম দিনে উপজেলার ছয়টি বিদ্যালয়ের ৬৭০জন শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে ১৯ ডিসেম্বর, রোববার ৫টি বিদ্যালয়ের ৬৯৩জন, ২০ ডিসেম্বর সোমবার ৪টি বিদ্যালয়ের ৫৭৪জন এবং ২১ডিসেম্বর ৪টি বিদ্যালয়ের ৫৩৩জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের টিকাদানের প্রথম পর্যায়ে কেবলমাত্র এসএসসি-২০২২ সালের শিক্ষার্থীদের এবং পরবর্তী সাপ্তাহ থেকে অন্যান্য শ্রেনির শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।
এছাড়াও ২২ডিসেম্বর বুধবার উপজেলার ১৩টি মাদ্রাসার দাখিল-২০২২ইং পরীক্ষার্থীর ৭২৮জন শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রদান করা হবে।