Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে ইয়াবা মামলায় ৫ বছরের সাজা, আসামী জামিয়ে গিয়ে পলাতক


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে ইয়াবা মামলায় ৫ বছরের সাজা, আসামী জামিয়ে গিয়ে পলাতক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৫৫ পিছ ইয়াবা রাখার ঘটনায় মো. ওসমান গনি (২৪) নামে এক মাদক ব্যবসায়ীর পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সাথে তার ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১২ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল না, গ্রেফতারের পর জামিনে বেরিয়ে সে পলাতক রয়েছে বলে জানা গেছে। দণ্ডপ্রাপ্ত ওসমান লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর মজুপুর গ্রামের ফয়েজ আহমদের ছেলে। তার বিরুদ্ধে আরও দুটি মাদকের মামলা রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ অক্টোবর লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা পৌর এলাকার ঝুমুর সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ওসমান গনিকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি সিগারেটের প্যাকেটে ৫৫ পিছ ইয়াবা পাওয়া যায়। পরদিন শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এসএম আবু মুসা বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওসমানকে আসামী করে মামলা দায়ের করেন।
মাদক মামলাটি তদন্ত করে ওসমানকে অভিযুক্ত করে ২০১৮ সালের ৩ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) প্রেমানন্দ মন্ডল।