Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সড়ক ও নৌ—র‍্যালি


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সড়ক ও নৌ—র‍্যালি

লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপিত হচ্ছে। ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত চলবে এ জাটকা সপ্তাহ। এ উপলক্ষে শনিবার (১ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরী হাট ডা: আব্দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ওপরে সড়ক এবং নৌ র‌্যালির মাধ্যমে জাটকা সংরক্ষণ সপ্তাহ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিয়াংকা দত্ত। বিশেষ অতিথি ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল প্রমুখ।
পরে মজু চৌধুরী হাট ঘাট থেকে সড়ক র‌্যালি শুরু হয়ে মজু চৌধুরী হাট মেঘনায় নৌ র‍্যালি বের হয়ে মতির হাট এলাকায় গিয়ে শেষ হয়। এতে স্থানীয় জেলে ও মৎস্যজীবিরা অংশ নেয়। নৌ র‌্যালিতে প্রায় ২০ টি নৌকা অংশ গ্রহন করেন।