Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: (২০—২৬) মার্চ কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকালে লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আরিফুল ইসলাম, পৌর ইপিআই ইনচার্জ আবদুল্লাহিল হাকিম সুমন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কৃমি নাশক ওষুধ খাইয়ের সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পৌর ইপিআই ইনচার্জ আবদুল্লাহিল হাকিম সুমন সাংবাদিকদের জানান, পৌরসভার ১৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে (৫—১৬) বছর বয়সী মোট ৩৮ হাজার ৩৯৯ জন শিশুুকে এই কৃমি নাশক ওষুধ খাওয়ানো হবে।