Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে সরকারী কর্মচারীদের কর্মবিরতি


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুরে পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে সরকারী কর্মচারীদের কর্মবিরতি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসার/ ভূমি অফিসের কর্মরত কর্মচারীদের পদ—পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের কারণে ০১ মার্চ (বুধবার) দিনব্যাপি পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়।
সকালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, (বাকাসস) জেলা শাখার সভাপতি মো: মাছুম কবির, সাধারণ সম্পাদক পরীক্ষিত চন্দ্র দেবনাথ, সহসভাপতি মো: সিরাজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সদস্য মোহাম্মদ নুরে আলম, অশোক কুমার চৌধুরী, আল—ইমরান প্রমুখ।
সভায় বক্তারা বলেন সরকারের নানান উন্নমুখী কর্মকান্ডসহ দিন রাত তারা মানুষের জন্য কাজ করে যাচ্ছে। দীর্ঘ দিন থেকে পদ—পদবী পরিবতন ও বেতন গ্রেড উন্নীত না হওয়ায় তারা আন্দোলনে নেমেছে। চলতি মাসে ৭ মার্চ, ১৭ মার্চ ও ২৬ মাচ স্বাধীনতা দিবস ছাড়া পুরো মাস তাদের এই আন্দোলন চলবে। এর মধ্যে সরকারী দাবী না মানলে জাতীয় ভাবে আরও কঠোর কর্মসূচি দিবে বলে জানান তারা।