Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর আয়োজনে কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা ২৮ জানুয়ারী (শনিবার) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের সভাপতি ডা: মো: সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জজ কোর্টের সিনিয়র সহকারী জজ বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক আরাফাত বিন আবু তাহের। মুখ্য আলোচক ছিলেন নোয়াখালী সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রাকিবুল আহসান। এতে কবিতার ছন্দ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। আলোচনায় অংশ নেন সাহিত্য সংসদের সহসভাপতি মোশারফ হোসেন চৌধুরী, বিশিষ্ট কবি রাজু হাসান ও আইডিয়াল আলিম মাদ্রাসা বাংলা প্রভাষক আহসান হাবীব।
সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক কবি আনিস আহমদ এর স ালনায় অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন বিশিষ্ট কবি মোরশেদ আলম হাওলাদার, সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক কবি আসাদুল ইসলাম শ্রাবণ, প্রচার সম্পাদক কবি হোসেন আহমদ জান, কবি রাকিবুল ইসলাম নিলয়, মেহেরাজিন আক্তার মীম, ফারহানা আক্তার দৃষ্টি, রাবিয়া রায়হানা ও সানজিদা আক্তার।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সাবেক উপপরিচালক খালেদ সাইফুল্লাহ,ভবাণীগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) কামাল হোসেন, সাহিত্য সংসদের যুগ্ম সম্পদক ফখরুল ইসলাম, লিয়াকত আলী মাস্টার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কবি আরাফাত বিন আবু তাহের বলেন, সাহিত্য ও সংস্কৃতি হচ্ছে জাতির প্রাণশক্তি। তিনি সাহিত্য চর্চায় অব্যাহত ভূমিকার জন্য লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমাদের সমাজে সাহিত্য সংস্কৃতির জাগরণ ঘটাতে হলে সাহিত্য সংগঠন গুলোকে আরও জোরদার করতে হবে।