Ad Space 100*120
Ad Space 100*120

স্বতন্ত্র প্রার্থী হাবিবের নির্বাচন করতে বাধা নেই


প্রকাশের সময় : ৪ মাস আগে
স্বতন্ত্র প্রার্থী হাবিবের নির্বাচন করতে বাধা নেই

লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমানকে তলব ও প্রার্থিতা বাতিল করে তাকে নির্বাচন কমিশনের (ইসির) দেওয়া চিঠির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।একই সঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। ফলে প্রার্থিতা ফিরে পেতে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে তার আর বাধা রইলো না।বুধবার (৩ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।সোমবার (১ জানুয়ারি) হাবিবকে ঢাকায় তলব করে অভিযোগের শুনানি করে নির্বাচন কমিশন। পরদিন মঙ্গলবার (২ জানুয়ারি) তার প্রার্থিতা বাতিল করে তাকে চিঠি দেওয়া হয়।ইসি সূত্র জানায়, হাবিবুরের বিরুদ্ধে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কমিশনে অভিযোগ দিয়েছিলেন। অভিযোগে বলা হয়, হাবিবুর গত ৩০ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য দেন। রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়ভীতি ও হুমকি দেন। এরপর ১ জানুয়ারি হাবিবুর ইসি সচিবালয়ে সশরীর উপস্থিত হয়ে কমিশনের কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন।অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার অভিযোগ খতিয়ে দেখতে জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছিল ইসি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায় বলে ইসি সূত্র জানায়।