Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরের মেঘনায় অভিযানে ৩ লাখ মিটার জালসহ ৩ জেলে আটক


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরের মেঘনায় অভিযানে ৩ লাখ মিটার জালসহ ৩ জেলে আটক

 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের মেঘনার বুড়ির ঘাট, মাতব্বর হাট ও নদীর বিভিন্ন পয়েন্টে বুধবার সকাল থেকে সন্ধায় পর্যন্ত অভিযানে ৩ লাখ ৭৫ হাজার মিটার কারেন্ট জাল, ১১০ কেজী ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। এসময় আইন ভঙ্গ করে নদীতে মাছ ধরার সময় ৩ জেলেকে আটক করা হয়। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোষ্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযানে এসব আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো: আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, বুধবার সন্ধা পর্যন্ত মেঘনায় অভিযানে ৩ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১১০ কেজী মাছসহ ৩ জেলেকে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক জেলে তিন জনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে এবং মাছ এতিমখানায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ ও জাল জনসম্মুখে পঁুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন।
উল্লেখ যে, লক্ষ্মীপুরের মেঘনায় মার্চ—এপ্রিল ২ মাস অভয়াশ্রম ঘোষণা করে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।