Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে এসএটিভির সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুরে এসএটিভির সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুরে ইউপি নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এসএটিভির সাংবাদিকের উপর হামলা ও গাড়ি ভাংচুরসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় প্রতিবাদে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের সাংবাদিকদেরা রবিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সম্পাদক-প্রকাশক পরিষদের আয়োজনে এ মানবন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এসময় কর্মসূচিতে বক্তব্য রাখেন দেশ টিভির জেলা প্রতিনিধি মো: কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি আব্বাস হোসেন, এসএটিভির জেলা প্রতিনিধি মোঃ সহিদুল ইসলাম সহ প্রমুখ।

বক্তারা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িত সকল আসামীদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে গত ২৮ নভেম্বর লক্ষ্মীপুর জেলার রায়পুরে ৯ নং চরআববিল ইউনিয়নের গাইয়ারচর মাদ্রাসা কেন্দ্রে অনিয়ম ও জাল ভোট প্রদানের সময় পেশাগত দায়িত্বপালন কালে চেয়ারম্যান নুরে আলম জিকু ও তার সন্ত্রাসীদের হামলায় এসএটিভি সাংবাদিক সহ ২ জনকে মারধর, গাড়ি ভাংচুর, ক্যামরা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই রায়পুর থানায় জিকু সহ হামলাকারী কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। কিন্তু গত সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো জিকু সহ হামলাকারী কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।