Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপি কর্মশালা


প্রকাশের সময় : ১১ মাস আগে
লক্ষ্মীপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপি কর্মশালা

লক্ষ্মীপুর প্রতিনিধি:ধর্ম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়নাধীন ধমীর্য় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহযোগীতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপি কর্মশালা ২৪ মে (বুধবার) ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর—এ আলমের সভাপতিত্বে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) উত্তম কুমার সাহা, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ—পরিচালক মুহাম্মদ জাকের হোসাইন, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আইসিটি কনসালটেন্ট মো: এমামুল ইসলাম, জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন মাস্টার, লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: নেছার উদ্দিন, এ্যাড: রতন লাল ভৌমিক, এ্যাড মিলন মন্ডল প্রমুখ।
কর্মশালায় মুসলমান, হিন্দু খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ধমীর্য় প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান।