Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে হাড়ক্ষয় রোগ নির্ণয়, পরীক্ষা ও পরামর্শ বিষয়ক ক্যাম্পের উদ্বোধন


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুরে হাড়ক্ষয় রোগ নির্ণয়, পরীক্ষা ও পরামর্শ বিষয়ক ক্যাম্পের উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে হাড়ক্ষয় রোগ নির্ণয়, পরীক্ষা ও পরামর্শ বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারী (রোববার) সকালে লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে এবং নিউজিল্যান্ড ডেইরি সহযোগীতায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
পৌর ইপিআই ইনচার্জ আবদুল্লাহিল হাকিম সুমনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শংকর মজুমদার, নিউজিল্যান্ড ডেইরি বিভাগীয় এরিয়া ম্যানেজার (সেলস) যতন কুমার দেবনাথ, হাড়ক্ষয় রোগের বিশেষজ্ঞ রাবেয়া বছরী, কর্মকর্তা উৎপল রয়, প্রফেসর নিমূর্ল বিহারী বকসী, পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন, উত্তম দত্ত, নাহিদা আক্তার রিনা প্রমুখ।
আয়োজকরা জানান ১২—১৪ ফেব্রুয়ারী ৩ দিন হাড়ক্ষয় রোগ নির্ণয়, পরীক্ষা ও পরামর্শ বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত হবে। এতে বিনামূল্যে পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হবে। জনসাধারণ এই ৩ দিনে যে কেউ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পৌর ভবণের ৩ তলায় এই সেবা নিতে পারবেন।