Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুর রায়পুরে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুর রায়পুরে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুরে এক মাদরাসা ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষকের বিরুদ্ধে। এ দিকে ঘটনার পর শিক্ষক মনিরুল ইসলাম এলাকা ছেড়ে পালিয়েছে। খবর পেয়ে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীর বাবা ও স্বজনরা সোমবার রাতে মাদরাসা ঘেরাও করলে হাজিমারা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা জেলে জাহাঙ্গির হোসেন মাদরাসার শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে রায়পুর থানায় মঙ্গলবার সকালে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় ইউপি সদস্য মফিজ খান বলেন, এঘটনা ছাড়াও এই ছাত্রকে গত তিন মাস আগে মনির হোসেন নামের আরেক শিক্ষক বলাৎকার করেছিলো। মান সম্মানের ভয়ে গোপনে বিষয়টি ধামাচাপা দেয়া হয়। ওই শিক্ষকও ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায়। এঘটনায় আমরা সুষ্ঠু বিচার দাবি জানাই।।
সোমবার (১৮ জুলাই) দুপুরের খাবারে পর বৃষ্টির সময় রায়পুরের উত্তর চরবংশি ইউপির খাসেরহাট বাজার বেড়িবাঁধের পাশে চমকাবাজার যামিয়া আল্লামা জাফর আহামদ উসমানি কাওমি মাদরাসার ভিতরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মোঃ মনিরুল ইসলাম জামালপুরের হরিপুর গ্রামের আইনাল হকের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের খাবারের পর ১১ বছর বয়সী ছাত্র তার সহপাঠিদের সাথে তাদের কক্ষে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে বলাৎকার করে একই মাদরাসার ১৯ বছর বয়সী শিক্ষক মনিরুল ইসলাম। এতে ভুক্তভোগী ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে বিকেলে সে তার বাড়িতে গিয়ে বাবা-মা কে ঘটনাটি জানায়। মাদরাসার শিক্ষক মো. মনিরুল ইসলাম অবস্থা বুঝতে পেরে রাতেই মাদরাসা থেকে পালিয়ে যায়।
মাদরাসার সহকারি সুপার মুফতি তারেকুল ইসলাম বিষয়টি ধামাচাপা দিতে চাইলে এলাকার লোকজন নিয়ে হাজিমারা ফাঁড়ি পুলিশকে ঘটনাটি জানান।
রায়পুর হাজিমারা ফাঁড়ির ইনচার্জ এস আই মফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনারস্থলে যাই। অভিযুক্ত মাদরাসা শিক্ষক পলাতক থাকায় তাকে আটক করতে পারিনি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।