Ad Space 100*120
Ad Space 100*120

গণহারে ফাইজারের টিকা কার্যক্রম শুরু


প্রকাশের সময় : ২ years ago
গণহারে ফাইজারের টিকা কার্যক্রম শুরু

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথমবারের মতো গণহারে ফাইজারের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে জুড়ী আধুনিক হাসপাতাল টিকাকেন্দ্রে ফাইজারের টিকা গ্রহণ করেন টিকা গ্রহীতারা। ফাইজার টিকা নিয়ে এক প্রতিক্রিয়ায় জুড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইকবাল খান বলেন, উপজেলা পর্যায়ে ফাইজার টিকা দেওয়ায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সমরজিৎ সিংহ বলেন, ফাইজারের টিকা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। এই ব্যবস্থা আধুনিক হাসপাতালে থাকায় সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে টিকা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, জুড়ীতে গণহারে প্রতিদিন ৩০০ জনকে টিকা দেওয়া হবে। টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি ফাইজারের টিকা গ্রহীতাদের কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার আহবান জানান।